১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

সৌদির প্রতিরক্ষায় সহযোগিতা অব্যাহত থাকবে : পেন্টাগন

-

সৌদি আরবের সাথে দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সৌদির প্রতিরক্ষায় সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র শান রবার্টসন এ কথা জানান। আরব নিউজ গ্রুপের পত্রিকা আশশারক আল-আওসতকে এক বিবৃতিতে এ কথা বলেছেন তিনি।
রবার্টসন বলেন, ইরান সম্পর্কিত যেকোনো জরুরি অবস্থা মোকাবেলায় বিমান প্রতিরক্ষাসহ আঞ্চলিক অভিযানে মার্কিন বাহিনী সহায়তা অব্যাহত রেখেছে। তিনি বলেন, আমরা আঞ্চলিক বিমান প্রতিরক্ষা ক্ষমতা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং সৌদি সশস্ত্র বাহিনীর সাথে কাজ করছি। শান রবার্টসন বলেন, এটি একটি দীর্ঘমেয়াদি প্রচেষ্টা। কারণ মার্কিন-সৌদি প্রতিরক্ষা অংশীদারিত্ব অনেক পুরনো। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, সামুদ্রিক সুরক্ষা এবং বিমান প্রতিরক্ষা অন্তর্ভুক্ত করতে আমরা একযোগে কাজ করছি। মার্কিন নৌ কমান্ডার বলেন, অল্প সময়ের মধ্যে এই অঞ্চলে নিজের সেনা সংখ্যা বাড়ানোর সক্ষমতা বজায় রাখার লক্ষ্য রয়েছে ওয়াশিংটনের।


আরো সংবাদ



premium cement