২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তেলের উৎপাদন কমাতে রাজি ওপেক ও রাশিয়া

-

বিশ্বজুড়ে করোনাভাইরাস ও লকডাউনের কারণে চাহিদা কমে যাওয়ায় তেলের বাজার ঠিক রাখতে উৎপাদন ১০ শতাংশের মতো কমাতে রাজি হয়েছে তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক ও রাশিয়াসহ এর মিত্র দেশগুলো।
বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে আলোচনায় তারা মে ও জুন মাসে প্রতিদিন এক কোটি ব্যারেল করে তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ওপেক ও রাশিয়াসহ এর মিত্রদের একসঙ্গে ওপেক প্লাস ডাকা হয়। করোনাভাইরাসের কারণে তেলের চাহিদা ও দাম আরো কমে যাওয়ার আশঙ্কায় বেশ কিছু দিন ধরেই এ দেশগুলোর মধ্যে উৎপাদন কমানো নিয়ে আলোচনা চলছিল। তেল উৎপাদক দেশগুলোর জোট ওপেকের নেতৃস্থানীয় দেশ সৌদি আরব ও রাশিয়ার মধ্যে মতপার্থক্যে আলোচনা বিঘিœত হলেও শেষ পর্যন্ত বৃহস্পতিবার সব পক্ষই উৎপাদন ও সরবরাহ কমাতে সম্মত হলো। বৃহস্পতিবারের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ওপেক প্লাস মে ও জুনে দৈনিক এক কোটি ব্যারেল উৎপাদন কমাবে, জুলাই থেকে ডিসেম্বরে কমানো হবে প্রতিদিন ৮০ লাখ ব্যারেল করে।


আরো সংবাদ



premium cement