২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
মার্কিন গবেষকের দাবি

করোনা ভেসে যেতে পারে ২৭ ফুট, বাতাসে বাঁচে কয়েক ঘণ্টা

-

করোনাভাইরাস ‘এয়ারবোর্ন’ বা বাতাস প্রবাহিত নয় বলে আগে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাতাসে ভেসে বেশি দূর যেতে পারে না এই ভাইরাসÑ এমনটাই দাবি ছিল হু’র। তবে সম্প্রতি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক লিদিয়া বোরুইবা দাবি করেছেন, রেসপিরেটরি ড্রপলেটকে সম্বল করে বাতাসে অন্তত ২৭ ফুট ভেসে যেতে পারে করোনা। কয়েক ঘণ্টা বাতাসে ভেসেও থাকতে পারে।
লিদিয়া বলেছেন, মানুষের হাঁচি-কাশি বা থুথু থেকেই ছড়াচ্ছে ভাইরাস। তবে যে রেসপিরেটরি ড্রপলেটে চেপে ভাইরাস এক শরীর থেকে অন্য শরীরে ছুটে যাচ্ছে, সে ড্রপলেট কিন্তু অনেকটাই দূর পর্যন্ত যেতে পারে। তিন ফুট বা ছয় ফুট, নয় এই ভাইরাস ড্রপলেট একেবারে ২৭ ফুট পর্যন্ত যেতে পারে।
‘আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে’র জার্নালে এই গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে। লিদিয়ার দাবি, ভাইরাস ড্রপলেট যেমন কোনো কিছুর উপরিভাগে দীর্ঘ দিন বেঁচে থাকতে পারে, তেমনি বাতাসেও কয়েক ঘণ্টা ভেসে থাকতে পারে। সে ক্ষেত্রে পারস্পরিক দূরত্ব ছয় ফুট নয়, অনেক বেশি রাখা দরকার। কারণ দেখা গেছে, এই ভাইরাল স্ট্রেনের ভেসে যাওয়ার ক্ষমতা অনেক বেশি।

 


আরো সংবাদ



premium cement