২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মিয়ানমারে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাষ্ট্রের

-

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন ও শান প্রদেশে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একই সাথে সংশ্লিøষ্ট সব পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে দেশটি। বুধবার সকালে মার্কিন পররাষ্ট্র দফতরের তরফে জানানো হয়, গত কয়েক মাসে মিয়ানমারে বহু মানুষ নিহত ও হাজার হাজার বাস্তুচ্যুত হয়েছে। সহিংসতার তীব্রতায় যুক্তরাষ্ট্র গভীর সমস্যায় পড়েছে বলেও জানানো হয়। যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের সেনাবাহিনী।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মর্গান অর্তাগাস বলেন, মানবিক ত্রাণ ও মিডিয়ার প্রবেশে নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদি ইন্টারনেট বন্ধ থাকায় বর্তমান পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। মানবিক ত্রাণ প্রবেশের অবাধ সুযোগ দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়ে অর্তাগাস বলেন, ‘করোনা মহামারীর সময়ে মানবিক সহায়তা এবং তথ্য পাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ’।

 


আরো সংবাদ



premium cement

সকল