২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

চিকিৎসা সরঞ্জাম নিয়ে রুশ বিমান যুক্তরাষ্ট্রের পথে

-

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দেশটির জন্য মাস্ক ও চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া। গতকাল বুধবার মস্কোর কাছে একটি বিমানঘাঁটি থেকে বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম ও মাস্ক নিয়ে রাশিয়ার একটি সামরিক বিমান যুক্তরাষ্ট্রের পথে রওনা দিয়েছে।
দুই দিন আগে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপের সূত্রে মস্কো এ সাহায্য পাঠাল। সোমবারের কথোপকথনে দুই নেতা প্রাণঘাতী নভেল করোনাভাইরাস মোকাবেলায় সবচেয়ে কার্যকর পদ্ধতি কী হতে পারে, তা নিয়েও আলাপ করেছেন বলে ক্রেমলিন জানিয়েছিল।
রাশিয়ার রোসিয়া টোয়েন্টিফোর চ্যানেলের ফুটেজে বুধবার স্থানীয় সময় ভোরের দিকে রুশ সামরিক বিমানটির যুক্তরাষ্ট্রের পথে রওনা হওয়ার দৃশ্য দেখা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিমানটি পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়ার এ সাহায্য পাঠানোকে ট্রাম্পের অনেক সমালোচকই ভালো চোখে দেখছেন না। তারা মার্কিন প্রেসিডেন্টকে পুতিনের কাছ থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছেন। মস্কো তাদের এ সাহায্য পাঠানোর বিষয়টিকে ভূ-রাজনৈতিক কাজে ও নিজেদের প্রভাব বাড়াতে ব্যবহার করবে বলে সতর্ক করেছেন তারা। তবে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, মঙ্গলবার রাতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘ট্রাম্প এ সহযোগিতাকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করেছেন।’ পুতিনের সাথে ফোনালাপের পর ট্রাম্প নিজেও ‘রাশিয়া যুক্তরাষ্ট্রে সাহায্য পাঠাচ্ছে’ বলে আনন্দের সাথে জানিয়েছিলেন।
সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া, ইউক্রেন ও মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে ব্যাপক টানাপড়েন চললেও ট্রাম্পকে বারবারই পুতিনের গুণগান করতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রে সাহায্য পাঠানোর প্রসঙ্গে বলতে গিয়ে পেসকভ মস্কোর দরকারের সময় যুক্তরাষ্ট্রও সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে আশা করেছেন।


আরো সংবাদ



premium cement