২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

যুদ্ধবিরতিতে রাজি বিশ্বের সশস্ত্র দলগুলো

জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান
-

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সঙ্কটময় পরিস্থিতিতে জাতিসঙ্ঘের আহ্বানে সাড়া দিয়ে সশস্ত্র দলগুলো যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় তাদের প্রশংসা করেছে এই বিশ্ব সংস্থা। এই পরিকল্পনার সমর্থনে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যরা খসড়া সিদ্ধান্ত প্রস্তাব তৈরি করেছে।
গত সোমবার জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুদ্ধবিরতির আহ্বান জানান। ক্যামেরুন, ফিলিপাইন, ইয়েমেন ও সিরিয়ার সশস্ত্র দলগুলো সম্প্রতি সহিংসতা নিরসনে এগিয়ে এসেছে। ইয়েমেনে নিযুক্ত জাতিসঙ্ঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিত বলেন, দেশটির সরকার ও হাউছি বিদ্রোহীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে তিনি উৎফুল্ল। আশা করি সব পক্ষ তাদের প্রতিশ্রুতি মেনে চলবে। ইয়েমেনের সাধারণ মানুষের স্বার্থরক্ষায় কাজ করবে। সশস্ত্র বিদ্রোহী দলগুলোর সহিংসতা নিরসনে প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে জরুরি বৈঠক আহ্বান করেছেন গ্রিফিত।
য্দ্ধুবিধ্বস্ত ইয়েমেন ও সিরিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। দেশগুলোর নাজুক স্বাস্থ্যসেবা ব্যবস্থা করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারছে না। এসব দেশের নাগরিকদের সুরক্ষায় গুতেরেস যুদ্ধবিরতির আহ্বান জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের এক কূটনীতিক জানান, স্থায়ী পাঁচ সদস্য দেশের মধ্যে খসড়া সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এই প্রস্তাবের বিষয়গুলো শান্তি ও নিরাপত্তা পরিস্থিতিতে কোভিড-১৯-এর প্রভাব বিস্তারের সাথে সম্পর্কিত। কূটনৈতিক আরো একটি সূত্র জানিয়েছে, জাতিসঙ্ঘের কয়েকটি দেশ গুতেরেসের আহ্বানে সমর্থন দেয়া নিয়ে ভাবছে। ফ্রান্স এমন একটি উদ্যোগ নিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ টুইট করেন, আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স অন্যান্য দেশের সাথে নতুন এবং জোরালো পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিচ্ছে। নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর সাথে কী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে, তা অবশ্য স্পষ্ট করেননি ম্যাক্রোঁ।
ওই কূটনৈতিক সূত্র আরো জানায়, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, নরওয়ে, প্যালেস্টাইন, ইন্দোনেশিয়া ও ঘানা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক সহযোগিতা ও অভিন্ন লক্ষ্যে কাজ করার ওপর জোর দিয়ে খসড়া সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সময় গত বুধবার সাউদার্ন ক্যামেরুন যুদ্ধবিরতির ঘোষণা দেয়। দুজারিক বলেন, গুতেরেস ক্যামেরুনে নতুন আলোচনার আহ্বান জানিয়েছেন। যাতে সহিংসতা নিরসন হয় ও মানুষের দুর্ভোগ লাঘব হয়।

 


আরো সংবাদ



premium cement
পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পলাশ প্রেসক্লাবের সভাপতি মনা, সম্পাদক রনি তীব্র গরমে আইনজীবীদের গাউন পরতে হবে না বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলা জামায়াতের উদ্যোগে ভার্চুয়ালি রুকন সম্মেলন অনুষ্ঠিত তেঁতুলিয়া নদীর তীরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার নওগাঁ সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

সকল