২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

সীমান্তে মার্কিন সেনা মোতায়েনের বিরুদ্ধে কানাডার হুঁশিয়ারি

-

কানাডার উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড তার দেশের সীমান্তবর্তী এলাকায় সেনা মোতায়েনের ব্যাপারে মার্কিন সরকারকে সতর্ক করে দিয়েছেন। আমেরিকাজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন কানাডার সীমান্তবর্তী এলাকায় সেনা মোতায়েনের পরিকল্পনা করছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ফ্রিল্যান্ড এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
তিনি বৃহস্পতিবার বলেন, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন আশ্রয়প্রার্থীদের ধরার জন্য মার্কিন সরকার যদি সেনা মোতায়েন করে তাহলে ওয়াশিংটন-অটোয়া সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। কানাডার উপপ্রধানমন্ত্রী বলেন, ‘এটি একটি সম্পূর্ণ অপ্রয়োজনীয় পদক্ষেপ। আমরা বিষয়টিকে আমাদের সম্পর্কের ক্ষতিকর হিসেবে দেখছি।’ ফ্রিল্যান্ড বলেন, ‘আমরা আমেরিকার এ প্রস্তাবের কঠোর বিরোধিতা করেছি এবং এ বিরোধিতার কথা অত্যন্ত স্পষ্ট ভাষায় ওয়াশিংটনকে জানিয়েছি’।


আরো সংবাদ



premium cement