২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় ৪ বিচারপতি নিহত

-

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে বন্দুকধারীদের হামলায় চার বিচারপতি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) পাকতিয়া থেকে মাইক্রো বাসে করে কাবুলে ফেরার পথে তাদের গুলি করে হত্যা করা হয়। এ তথ্য নিশ্চিত করেন প্রাদেশিক কাউন্সিল সদস্য হাসিবুল্লাহ স্তানিকজাই।
পুলিশ জানিয়েছে, রাজধানী কাবুল থেকে ৬০ কিলোমিটার দূরে বাকি আবাদ নামক ছোট শহরের একটি মার্কেট এলাকায় তাদেরকে গুলি করে হত্যা করা। ১০টির দক্ষিণ প্রদেশ পাকতিয়া থেকে ওই চার বিচারপতি একসাথে কাবুলে ফিরছিলেন। লোগার প্রদেশের মুহম্মদ আগা জেলায় সশস্ত্র ব্যক্তিরা বিচারপতিদের গাড়ি টার্গেট করে হামলা চালায়। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তাদের গাড়ি। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন বিচারকরা। কেন এভাবে বিচারপতিদের লক্ষ্য করে হামলা চালানো হলো, তা এখনো স্পষ্ট নয়।
তবে কাউন্সিল সদস্য স্তানিকজাই দাবি করেন, বিচারপতিদের গাড়ির আগে আফগান সেনার গাড়ি ছিল। তালেবান হয়তো সেনার গাড়িটিকেই টার্গেট করেছিল। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে বিচারপতিদের গাড়িটিই নিশানা হয়ে দাঁড়ায়। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ঘটনা সম্পর্কে বিশদ তথ্য আমার কাছে নেই। জানার চেষ্টা করছি।


আরো সংবাদ



premium cement