২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনা আক্রান্ত শীর্ষেন্দু মুখোপাধ্যায়

- ছবি - সংগৃহীত

জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন। এখন আইসোলেশনে আছেন।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেছেন, আমার অসুস্থতার নয় দিন হয়ে গেছে। এ কয়েকদিনে কোনো উপসর্গ দেখা যায়নি। তবে খাবারে স্বাদ পাচ্ছি না। মুখে রুচি নেই। ঘুমঘুম ভাব। পেটের সমস্যাও আছে।

এর আগে গত ২ জানুয়ারি তিনি মালদহে বইমেলা উদ্বোধনে গিয়েছিলেন। এরপর নমুনা পরীক্ষার পর ১১ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হন। এখন বাড়িতেই আইসোলেশনে আছেন। পরিবারের অন্য সদস্যরা তার সংস্পর্শে এলেও সুস্থ আছেন। তবে মেয়ের সামান্য জ্বর আছে।

১৯৩৫ সালের ২ নভেম্বর বাংলাদেশের বৃহত্তর ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন শীর্ষেন্দু। তার বয়স এখন ৮৬ বছর।


আরো সংবাদ



premium cement