Naya Diganta

শোক সংবাদ : ফাতেমা বেগম

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা: আবু জাফর চৌধুরী বিরুর শাশুড়ি ফাতেমা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত সোমবার রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ২ ছেলে, ৪ মেয়ে, নাতি নাতনী, আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ এশা কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর গ্রামে মরহুমার নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতারা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা