সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগে লিগ্যাল ড্রাফটিংবিষয়ক কর্মশালা
- ৩০ এপ্রিল ২০২৪, ০০:০৫
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র মুট কোর্ট সোসাইটির উদ্যোগে লিগ্যাল ড্রাফটিংবিষয়ক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়। আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন খালেদের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। এ ছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মুজিবুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এবং এজিপি মোহাম্মদ হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো: ইয়াসিন, সহকারী অধ্যাপক সুরাইয়া মমতাজ, সহকারী অধ্যাপক রওশন জাহান, প্রভাষক খাদিজাতুল কোবরা মারিয়া, প্রভাষক মো: জাহেদুল ইসলাম এবং প্রভাষক তারিন হাসান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ল এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরিফুর রহমান। বিজ্ঞপ্তি।