Naya Diganta

দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফলে শীর্ষে সিলেট বিভাগের বরুণা মাদরাসা

সরকার স্বীকৃত বাংলাদেশের কওমি মাদরাসাগুলোর শিক্ষাবোর্ড ‘আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে দেশের কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলে সিলেট বিভাগের শীর্ষে রয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বরুণা মাদরাসা।
দেশবরেণ্য মনীষী, হজরত লুৎফুর রহমান বর্ণভীর (রহ.) প্রতিষ্ঠিত ও ফেদায়ে ইসলাম আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী (রহ.) স্মৃতিবিজড়িত জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা টাইটেল মাদরাসা থেকে এবার (২০২৪ সাল) দাওরায়ে হাদিসে দুজন শিক্ষার্থী হাইআতুল উলয়া বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিয়ে সম্মিলিত মেধা তালিকায় দুটি সিরিয়ালসহ (২৯ ও ৩৩) তিনটি মুমতায (অ+) পেয়ে কওমি শিক্ষা বোর্ডের ফলাফলে সিলেট বিভাগের শীর্ষে রয়েছে।
বরুণা মাদরাসা সূত্র জানায়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (কওমি মাদরাসা শিক্ষাবোর্ড) বিভিন্ন জামাতে ১৫ জন শিক্ষার্থীর মেধাতালিকায় স্থান অর্জনসহ ৪৬ জন শিক্ষার্থী মুমতায (অ+) পেয়েছেন। এ ছাড়া অন্যান্য বোর্ডে আরো ১৭ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান অর্জনসহ মোট ১০৩ জন শিক্ষার্থী মুমতায পেয়েছেন। শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যে বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শায়খ নূরে আলম হামিদী ও প্রিন্সিপাল মাওলানা শায়খ বদরুল আলম হামিদী মহান আল্লাহ তায়ালার শোকর ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে উত্তীর্ণ শিক্ষাথীসহ, শিক্ষক, অভিভাবক এবং দেশ-বিদেশের দাতা ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিজ্ঞপ্তি ।