Naya Diganta

মনিপুরে বিদ্রোহী হামলায় ভারতের ২ পুলিশ নিহত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের বিষ্ণুপুর জেলায় এক হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) দুই জওয়ান নিহত ও আরো দুইজন আহত হয়েছে। শনিবার মধ্যরাতে জেলার নারানসিনা গ্রামের পাহাড় থেকে সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা নিচে সিআরপিএফের একটি ফাঁড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। ফাঁড়ির কাছাকাছি একটি বোমা বিস্ফোরিত হওয়ার পর দুইপক্ষের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয়। এ সময় সিআরপিএফের চার জওয়ান গুরুতর আহত হয়।
আহতদের দ্রুত নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নেয়া হলে সেখানে দুই জওয়ানের মৃত্যু হয়। পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, মনিপুর সঙ্কটের প্রথম বার্ষিকীর ছয় দিন আগে হামলার এ ঘটনাটি ঘটল, আসছে দিনগুলোতে হামলার ঘটনা আরো বাড়তে পারে। পিটিআইয়ের দেয়া উদ্ধৃতিতে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বিদ্রোহীরা পাহাড় থেকে ফাঁড়িটি লক্ষ্য করে নির্বিচার গুলিবর্ষণ করে।