Naya Diganta

ধামরাইয়ে তাপদাহে ডায়রিয়া জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে মানুষ

ঢাকার ধামরাই উপজেলায় টানা কয়েক দিন ধরে তীব্র তাপদাহে জনজীবন হাঁপিয়ে উঠেছে। খেটে খাওয়া মানুষ ও শ্রমজীবীরা চরম বিপাকে পড়েছেন। তীব্র গরমে শিশু ও বয়স্করা ডায়রিয়াসহ জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছেন। প্রয়োজন ছাড়া সহজে কেউ ঘরে বাইরে বের যাচ্ছে না।
প্রচণ্ড গরমে ও তাপদাহ থেকে পরিত্রাণের জন্য মানুষ গাছের ছায়া, জলধার বা পুকুরের পাড়ে গিয়ে আশ্রয় নিচ্ছেন। তাপদাহে পুড়ে যাচ্ছে ফসলের মাঠ। গাছে গাছে আমের গুঁটি ঝরে যাচ্ছে। কেউ বা সুযোগ পেলে দুই তিনবার গোসল করে নিচ্ছেন। পশুপাখিরাও গরমের কারণে গাছের পাতার আড়ালে গিয়ে আশ্রয় নিচ্ছে। এ ছাড়া পথে প্রান্তরে ও রাস্তাঘাটে ঠাণ্ডা পানির শরবত কিনে পান করছেন কেউ কেউ। ফলে কমল পানীয় ও আইসক্রিমের বিক্রি বেড়ে গেছে এ অঞ্চলে।