Naya Diganta

ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় গতকাল শুক্রবার ভোট দিয়েছেন ভারতীয়রা। প্রথম দফা ভোট হয় গত ১৯ এপ্রিল। মাঝের এই সময়ে ধর্মীয়বিদ্বেষ প্রকাশসহ নানা বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার বিরোধী জোটের পরস্পরকে আক্রমণ আরও তীব্র হয়েছে।
বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত। লোকসভা নির্বাচনে মোট সাত দফায় প্রায় ১০০ কোটি মানুষ ভোট দেবেন। ১ জুন শেষ দফা ভোট গ্রহণের পর আগামী ৪ জুন ভোটের ফলাফল প্রকাশ করা হবে। শুক্রবার দ্বিতীয় দফায় দেশটির ১৩ রাজ্য ও প্রশাসনিক অঞ্চলে লোকসভার ৮৮টি আসনে প্রায় ১৬ কোটি ভোটার ভোট দিয়েছেন। এদিন ভোট হয়েছে : কেরালা, কর্নাটক, রাজস্থান, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, আসাম, বিহার, পশ্চিমবঙ্গ, ছত্তিসগড়, জম্মু ও কাশ্মির, মনিপুর ও ত্রিপুরায়।
ভারতীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলতে থাকে। দ্বিতীয় দফায় মোট ৮৯টি আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রদেশের একটি আসনে বহুজন সমাজ পার্টির একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। সেখানে আগামী ৭ মে তৃতীয় দফা ভোটের দিন ভোট অনুষ্ঠিত হবে।