Naya Diganta
জানা অজানা

সাধারণ কলম ও দামি কলম

জানা অজানা

ছোট্ট বন্ধুরা,

তোমরা তো জানোই, সাধারণ কলম কী দিয়ে তৈরি করা হয়। আর দামি কলম যে তৈরি করা হয় সোনা, রূপা, হীরা প্রভৃতি মূল্যবান ধাতু ব্যবহার করে- তা নিশ্চয়ই তোমাদের অজানা নয়। আগে দামি কলম ব্যবহার করতেন বা সংগ্রহে রাখতেন সম্রাট (রাজার রাজা) ও রাজারা। আর বর্তমানে এগুলো ব্যবহার করে বা সংগ্রহে রাখেন বড় বড় ব্যবসায়ীরা। শুধু বেশি টাকা থাকলেই মানুষ দামি কলম কেনে না। এজন্য চাই টাকার সাথে শৌখিন ও খেয়ালি মন। পাঁচ টাকার সাধারণ মানের বলপেন দিয়ে যা লেখা যায়, এক কোটি টাকার দামি কলম দিয়েও তার চেয়ে ভালো লেখা যায় না। তার মানে- দামি কলম কেনা খেয়ালের ব্যাপার এবং এক ধরনের অপচয়। এবার ছবি দেখো।