Naya Diganta

ডা: জাফরুল্লাহ চৌধুরীর স্মরণসভা

বাংলাদেশের স্বাস্থ্য সচেতনতা ও সাধারণ মানুষের সুচিকিৎসার অগ্রনায়ক ডা: জাফরুল্লাহ চৌধুরীর ইন্তেকালের এক বছর উপলক্ষে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র গতকাল সকাল ১০টায় এক স্মরণসভার আয়োজন করে। ধানমণ্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালের ৬ষ্ঠ তলায় বীর উত্তম এটিএম মেজর হায়দার হল মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় ডা: জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ওয়ার্ড বয় তাকে সেবা দেয়ার বিবরণ তুলে ধরেন। তারা বলেন, স্যার আর কিছু দিন আমাদের মাঝে বেঁচে থাকলে এ দেশের আরো উপকার হতো। প্রামাণ্য চিত্র হিসেবে তার কর্মের বিভিন্ন ভিডিও চিত্র তুলে ধরা হয়। স্মরণসভায় প্রতিষ্ঠানের চেয়ারপারসন আলতাফুন্নেছা মায়া, ডা: আবুল কাশেম চৌধুরী (ট্রাস্টি), শিরিন পারভীন হক (ট্রাস্টি), রেজওয়ানা চৌধুরীসহ অনেক শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। এ ছাড়া গণস্বাস্থ্যের চিকিৎসক, কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, কর্মচারীরা সভায় অংশ নেন। বিজ্ঞপ্তি।