Naya Diganta

আকাক্সক্ষা

স্বাধীনতা।
কিভাবে তার আত্মা
হানা দেয়,
আঁকড়ে ধরে,
প্রলুব্ধ করে আমাদের!

স্বাধীনতা,
সে সময় কি আসবে
আমার উপলব্ধি বিচরণের
এ বিশাল মরুভূমিজুড়ে,
শূন্য শিবিরের কন্দর গলিয়ে?

আমার কণ্ঠস্বর প্রেরণ করার জন্য,
নিস্তব্ধ মানুষের কান্নার মধ্যে,
কণ্ঠহীনদের জন্য কণ্ঠস্বর হয়ে?

আমার ভাবনারা যা চার পাশে প্রক্ষেপিত হয়
অসীম সর্পিলে,
স্থিরতায়
পরিপক্বতায়, জন্ম ও বিকাশে
শৃঙ্খলিত মনের অনুর্বর মরুভূমিতে?

আমার আত্মা কি পাবে মুক্তি-
উড্ডীন হবে খেজুরের ঢেউ তোলা পাতায়?
আমার সত্তা ও হৃদয় কি অশৃঙ্খলিত থাকবে,
চিরতরে
অবারিত,
মনুষ্যসৃষ্ট হবে না তুমি?