Naya Diganta
মাহবুব খান

এই মায়াবতী দেশ

মাহবুব খান

তোমার আল-আকসা মাটি ছুঁয়ে
বলবো উদ্ধত চিলের কণ্ঠে-
এই বিস্তীর্ণ নদী মেঘনা এই বঙ্গ, হরিকেল আমার।
এখানে নাকগুজে শুয়ে রবো ফসলের ঘ্রাণ নেবো বুকের ভেতর
এই সোনামুখী ধান হলদেপাখি মাঠ আমার।
ঊষার ডানায় শুনি দোয়েলের গান
তোমার নোনাজল থেকে বেরিয়ে আসা ধমনিতে ভরে নেবো প্রাণ।

ঘাঘটের এই অনুপম তীর
বরেন্দ্রের পাললিক ভূমি জনম জনম শুধু আমার।
জলের গভীরে ডুবে তোমার অমীয় স্রোতে মিশে
সুচারু করে নেবো জীবন মায়ার।
আটষট্টি হাজার সবুজ গ্রাম চন্দ্রদ্বীপ- শ্যামলিমা তরুছায়া
সুরমা রঙ মাটির বরণ চোখে মেখে নেব তার অবিনাশী মায়া।

এই মায়াবতী দেশ এই নারঙ্গী-জলঙ্গী আমার
কচুরির ফুল হবো স্রোতের ধারায়
ভেড়াবো সপ্তডিঙা, গুটাবো পাল
ইচ্ছে হলে নেমে যাবো প্রত্যাশার নতুন চরায়।
আমার শবাধারে উড়বে রক্তিম নিশান
নিথর পড়ে রবো আমি- লখিন্দর কলার ভেলায়।

পদ্মা-গঙ্গা কন্যা ষোড়শী বাংলা
আমাকে ভালোবেসে পূর্ণজন্ম নেবে- বেহুলা হয়ে?
আমার মানব জনম আবার ফিরিয়ে দেবে বলে
সব বাঁধা পিছে ফেলে
নেচে নেচে ক্লান্ত হবে অমরার নাচ মহলে?