Naya Diganta
শাহনেওয়াজ মিঠু

মায়াশূন্য

শাহনেওয়াজ মিঠু

সাদা পোশাকের অন্তর কন্দে করাতীয় প্রতাপ
আঘাততৃপ্ত লোভের আগুনে পুড়ছে সম্পর্কের ভিটেমাটি
পারঘাটার নরম বুকেও অশুভ পদচিহ্ন
মানুষ গৃহে ভয়াবহ মায়াশূন্য আচরণ
নশ্বর এ ভূমে পরার্থ কথাটি আজ বায়বীয়
নেই কেউ ঘরের খেয়ে বনের মহিষ তাড়ায়
ভস্ম হবার ভয়ে বাঁচাও বাঁচাও চিৎকারে
নিকটের বসতিরা কান্নার জল ছিটায় বসত-বাটে
অরুচি অহমিকায় ফুলে ফেঁপে
ইশারা আগুনে ঘর পোড়া আলোয় লাভের অঙ্ক কষে অতি সামাজিক
এতো যে অসহন আঘাত
সয়ে সয়ে অন্তর মসজিদে বিশ্বাসে নতশির জান্নাতি ঘ্রাণে