Naya Diganta

অরুনাচলে ব্যাপক ভূমিধস

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুনাচল প্রদেশের চীন সীমান্তবর্তী মহাসড়কের বড় একটি অংশ ভূমিধসে ভেঙে পড়েছে। এতে চীন সীমান্তের জেলা দিবাং উপত্যকার সাথে দেশটির বাকি অংশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েকদিন ধরে ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের মধ্যে বুধবার ভারতের জাতীয় মহাসড়ক-৩১৩ এর হুনলি ও আনিনির মধ্যবর্তী অংশে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, মহাসড়কটির বড় একটি অংশ নাই হয়ে গেছে, ফলে উভয় পাশে আটকা পড়া যানবাহনগুলো অপর পাশে যেতে পারছে না।