Naya Diganta
ষষ্ঠ উপজেলা নির্বাচন

প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ইসির বৈঠক আজ

ষষ্ঠ উপজেলা নির্বাচন

স্থানীয় সরকারের আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে সারা দেশের প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আজ বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, আজ সব বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার (সংশ্লিষ্ট), রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং পুলিশ সুপারদের উপস্থিতিতে এ বৈঠকে নির্বাচন নিয়ে দিকনির্দেশনা দেবে ইসি। বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বৈঠকটিতে নির্বাচন কমিশনাররা, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা উপস্থিত থাকবেন। এর আগে গত মঙ্গলবার উপজেলা নির্বাচন সুষ্ঠু করার বিষয় নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করে ইসি। ষষ্ঠ উপজেলা নির্বাচন চার ধাপে শেষ করতে চায় ইসি। এ লক্ষ্যে চার ধাপের তফসিল ঘোষণা করেছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।