Naya Diganta

এমপিরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না : ইসি আলমগীর

টাঙ্গাইলে নির্বাচন কমিশনার মো: আলমগীর বলেছেন, স্থানীয় নির্বাচনের সময় সংসদ সদস্যরা নিজ বাড়িতে থাকতে পারবেন। যেখানে খুশি যেতে পারবেন। তবে নির্বাচনী কোনো প্রচারণায় অংশ নিতে পারবেন না। এছাড়া ভোট দেয়ার সময় কোনো প্রার্থী তার সাথে থাকতে পারবেন না; যদি থাকেন তাহলে ওই প্রার্থী এবং এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। গতকাল বুধবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচন যেহেতু শান্তিপূর্ণভাবে হয়েছে, এ নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এজন্য এ নির্বাচনে বিএনপি অংশ না নেয়ার ঘোষণা দিলেও তাদের অনেক প্রার্থীই নির্বাচনে অংশ গ্রহণ করছেন, মাঠে আছেন। এরপরও যদি তারা নির্বাচনে বাধা দেন তাহলে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যা করা হয়েছে এখানেও তাই করা হবে। নির্বাচন কমিশনার আরো বলেন, এ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সবাই থাকবে শুধু সেনাবাহিনী থাকবে না। সেনাবাহিনী শুধু জাতীয় নির্বাচনে রাখা হয়। জাতীয় নির্বাচন সারা দেশে একসাথে অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কম থাকে। সেজন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়। উপজেলা নির্বাচন কয়েকটি ধাপে হবে। তাই জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এই নির্বাচনে প্রতিটি কেন্দ্রে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা অনুমোদন দিয়েছি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: কায়ছারুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।