Naya Diganta

হামাসকে কাতার ছাড়তে হবে না, বিশ্বাস এরদোগানের

তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ হামাসকে কাতার ছেড়ে যেতে হবে বলে তিনি বিশ্বাস করেন না। ইরাক সফর থেকে ফিরে এসে এরদোগান সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, কাতার দোহায় হামাসের রাজনৈতিক ব্যুরোর অফিস বন্ধ করতে চায়, এমন কোনো লক্ষণ আমি দেখিনি।

তিন আরো বলেন, হামাসের প্রতি কাতারের যে আন্তরিকতা রয়েছে, তা পরিবারের সদস্যদের মতোই। তাই আমি মনে করি, আগামীতেও কাতারের এই অবস্থান বাকি থাকবে না। তাদের পক্ষে এই অবস্থান পরিবর্তন সম্ভব হবে না।

তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি আজ বলেছেন, হামাসের রাজনৈতিক ব্যুরোর অফিস বন্ধ করার কোনো যৌক্তিকতা নেই।

সূত্র : আল জাজিরা