Naya Diganta

গাজার গণকবরের ‘বিশ্বাসযোগ্য ও স্বাধীন’ তদন্তের আহ্বান জাতিসঙ্ঘের

জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক

গাজার গণকবরের ‘বিশ্বাসযোগ্য ও স্বাধীন’ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। মঙ্গলবার (২৩ এপ্রিল) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ সাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি সোমবার জানিয়েছে, গাজা স্ট্রিপের দক্ষিণ অংশে খান ইউনিসের নাসের হাসপাতালে একটি গণকবরে ২৮৩টি লাশ পাওয়া গেছে। ফিলিস্তিনি রিপোর্ট অনুযায়ী, ইসরাইলি বাহিনী ওই এলাকা থেকে প্রত্যাহার হওয়ার পরে এই গণকবরটি আবিষ্কৃত হয়।

ডুজারিক রিপোর্টগুলোকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ হিসেবে মন্তব্য করেছেন। তিনি সকল সমাধিস্থলে একটি পুঙ্খানুপুঙ্খ এবং স্বাধীন তদন্ত পরিচালনার উপর জোর দেন। এ অঞ্চলে চলমান সংঘাতের অবসান ঘটাতে তিনি গাজায় যুদ্ধবিরতিরও আহ্বান জানান।

সূত্র : মিডল ইস্ট মনিটর