Naya Diganta

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বিল্লাল হোসেন (২৬) নামের এক বাংলাদেশী যুবক আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়নল সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত বিল্লাল হোসেন রাজাপুর ইউনিয়নের লড়িবাগ গ্রামের আলী আহম্মদের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, আহত বিল্লাল হোসেন ভারত থেকে অবৈধ পথে আসা চিনি ও অন্যান্য পণ্য ওঠা-নামার শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তেঁতুলতলা সীমান্ত দিয়ে আসা চিনি নামানোর সময় বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুরুতর আহত হন বিল্লাল।

জানা গেছে, স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সংকুচাইল বিওপির কামান্ডার ফারুক কামাল বলেন, ‘আমরা এ বিষয়ে শুনে ঘটনাস্থলে যাওয়ার আগেই আহত ব্যক্তিকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমরা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে পারব না।’
সূত্র : ইউএনবি