Naya Diganta
উ জ বে কি স্তা নে র রূ প ক থা

মৎস্য কুমার

উ জ বে কি স্তা নে র রূ প ক থা

(গত দিনের পর)

কারণ তিনিই এমন নিখুঁতভাবে খোদাই করে পাখিটির আকার দিয়েছেন। মেজো ভাই বলে, না না, পাখিটি আমার কারণে জীবন্ত হয়ে ওঠে। আমি যদি বনের গহিন থেকে এমন সুন্দর পালকগুলো কুড়িয়ে না আনতাম, তা হলে পাখিটি জীবন্ত হয়ে উড়ে যেতে পারত না। আমার পালক পেয়েই পাখিটি জীবন্ত হয়ে ওঠে। আর আমি বলি, পাখিটি আমার কারণেই এমন জীবন্ত হয়ে উঠেছে। আমি যদি পাখির গায়ে পালকগুলোকে সঠিক স্থানে সঠিক পালকটি বসিয়ে না দিতাম, তাহলে পাখিটি জীবন ফিরে পেত না।
আমরা তিন ভাই এখনো নিজেদের পক্ষেই যুক্তি দিয়ে যাচ্ছি। কিন্তু কেউ কারো যুক্তি মেনে নিতে পারছি না। সবাই নিজের যুক্তিটাকেই সঠিক বলে মনে করছি। এখন তুমি কি বলতে পারবে, আসলে কার হাতের ছোঁয়ায় পাখিটি জীবন্ত হয়ে উঠেছে? (চলবে)