Naya Diganta

৭০০ পর্বের দিকে মুকুল, স্বর্ণা, তানভীরের ধারাবাহিক

৭০০ পর্বের দিকে মুকুল, স্বর্ণা, তানভীরের ধারাবাহিক

এক শ’, দুই শ’ কিংবা তিন শ’, চার শ’ পর্বের কোনো ধারাবাহিক নয়, জনপ্রিয়তায় থেকে থেকে একে একে সাত শ’ পর্বের দিকে এগিয়ে চলেছে গুণী নাট্যনির্মাতা কায়সার আহমেদ পরিচালিত দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন-টু’। ধারাবাহিক এই নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন। এই নাটকে নিগার চরিত্রে অভিনয় করে দারুণ আলোচনায় এসেছেন সময়ের নন্দিত অভিনেত্রী স্বর্ণলতা। বলা যায় ঠিক এই মুহূর্তে নাটকের গল্প এগিয়ে চলছে তার বিয়ে সম্পর্কিত সমস্যা নিয়ে। এরই মধ্যে দীপ্ত টিভিতে ধারাবাহিকটির ৬৮৬তম পর্ব প্রচার হয়েছে। শিগগিরই নাটকটির ৭০০তম পর্ব প্রচার হবে। নির্মাতা কায়সার আহমেদ বেশ উচ্ছ্বসিত নাটকটি নিয়ে। কারণ নাটকটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। নাটকে বাঁকা সরকার চরিত্রে অভিনয় করেও বেশ আলোচনায় আছেন মুকুল সিরাজ। অন্যদিকে বোরহান চরিত্রে অভিনয় করেও আরো দর্শকপ্রিয়তা পেয়েছেন তানভীর মাসুদ। নির্মাতা কায়সার আহমেদ বলেন, ‘বকুলপুর ধারাবাহিকটি আমার জীবনের অন্যতম দর্শকপ্রিয় একটি নাটক।