Naya Diganta

ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক ওয়ার্ডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোনো হতাহতের হয়েছে কিনা এবং আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে দুপুর ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, দুপুর ১টা ৪৭ মিনিটে হাসপাতালের চতুর্থ তলার কার্ডিয়াক ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দফতরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জাসিম। তিনি জানান খবর পেয়ে মোহাম্মদপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

সিদ্দিকবাজার ও তেজগাঁও স্টেশন থেকে আরো দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানান স্টেশন কর্মকর্তা।