Naya Diganta

রাজশাহীতে ভুয়া তিন সেনা সদস্য গ্রেফতার

রাজশাহীতে ভুয়া তিন সেনা সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। নগরীর কাদিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তরা সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের সদস্য। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৯টি ভুয়া নিয়োগপত্র, সেনাবাহিনীতে যোগদানের আগে মেডিক্যালের জন্য প্রত্যয়নপত্রের ফটোকপি, আসামির স্বাক্ষরকৃত ফাঁকা চেক, সেনাবাহিনীর নকল পরিচয়পত্র ও নগদ ২০ হাজা টাকা উদ্ধার হয়। বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় মহানগর পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- রবিন ইসলাম (২২), আব্দুল হাকিম (২২) ও আব্দুর রহিম (২৫)। এদের মধ্যে রবিন ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার পীড়াশন গ্রামের রবিউল ইসলামের ছেলে, হাকিম একই থানার নিমতলা গ্রামের হেফাজ উদ্দিনের ছেলে ও আব্দুর রহিম চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ইসলামপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে।