Naya Diganta

গলায় কৈ মাছ আটকে মাছ শিকারির মৃত্যু

নরসিংদীতে নালায় মাছ ধরার সময় মুখে মাছ আটকে মিয়াচাঁন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে ঝড়বৃষ্টির পর সদর উপজেলার বালুসাইর গ্রামে এ ঘটনা ঘটে। মিয়াচাঁন ওই গ্রামের তারব আলীর ছেলে।

মিয়াচাঁনের স্বজনেরা জানায়, বৈশাখী ঝড়বৃষ্টির সময় বাড়ির পাশের নালায় কৈ মাছসহ বিভিন্ন মাছ আসতে দেখে ধরতে যান তিনি। এ সময় একটি কৈ মাছ ধরার পর সাথে মাছ রাখার মতো পাত্র না থাকায় মুখে কামড়ে আটকে রাখেন এবং আরো মাছ ধরার চেষ্টা করেন। তখন অসাবধানতাবশত কৈ মাছটি গলার ভেতরে গিয়ে আটকে যায়। উপস্থিত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। স্বজনরা তাকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি কাওছার আহমেদ বলেন, ‘গলায় মাছ আটকে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। ঝড়বৃষ্টির কারণে সরজমিন খোঁজ নিতে পারিনি, তবে লোক পাঠিয়েছি প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’