Naya Diganta

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচিকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে এমন মন্তব্য করেন।

তিনি বলেছেন, ইরানকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা এবং ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস ও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সমর্থনকারী সংস্থাগুলোর বিরুদ্ধে আগামী দিনে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

সুলিভান বলেন, ইসরাইলের বিরুদ্ধে ইরানের নজিরবিহীন বিমান হামলার পর প্রেসিডেন্ট বাইডেন জি সেভেনসহ মিত্র ও অংশীদারদের সাথে এবং কংগ্রেসের দ্বি-দলীয় নেতাদের সাথে একটি ব্যাপক প্রতিক্রিয়ার জন্য সমন্বয় করছেন।

এটি প্রত্যাশিত যে মার্কিন মিত্র এবং অংশীদাররা শিগগির তাদের নিজস্ব নিষেধাজ্ঞাগুলো অনুসরণ করবে।

সূত্র : জেরুসালেম পোস্ট