Naya Diganta

১১ বছর পর সেমিতে ডর্টমুন্ড

এ যেন হলুদ সুনামি। ম্যাচ শেষে হলুদ রঙের জার্সিধারী বুরুশিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়দের এভাবেই প্রশংসা করছিলেন টিভি ভাষ্যকাররা। কেনই বা বলবে না এ কথা। কী অবিশ্বাসই না কামব্যাক বুরুশিয়া ডর্টমুন্ডের। এবারের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে হেরে বসে অ্যাওয়ে ম্যাচে। সেই দলই হোমে দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-২ গোলে উড়িয়ে দিলো। এতে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে অ্যাথলেটিকোকে বিদায় করে সেমিতে চলে গেছে ডর্টমুন্ড। এতে লম্বা সময়ের অপেক্ষার অবসান হলো জার্মান ক্লাবটির। ১১ বছর পর ফের ইউরোপের ক্লাব ফুটবলের সেরা আসরের সেমিতে উঠল ডর্টমুন্ড। এর আগে ২০১২-১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে খেলেছিল ক্লাবটি।