Naya Diganta

কারাগার থেকে আবারো গৃহবন্দী সু চি

প্রচণ্ড গরমে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এ অবস্থায় স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় মিয়ানমারের কারাবন্দী নেতা অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে বলে জান্তা সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটির চারটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। মেজর জেনারেল জাও মিন তুন বলেন, ‘যখন থেকে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে, শুধু অং সান সু চি নন; বরং কারাগারের ওই সব বন্দী, যাদের এই সময়ে সুরক্ষা প্রয়োজন, বিশেষ করে বয়স্ক বন্দীদের সুরক্ষায় আমরা কাজ করছি।