Naya Diganta

ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনকে প্রভাব খাটানোর আহ্বান জার্মানির

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে চীনা নেতা শি জিনপিংকে প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছেন। বেইজিংয়ে গত মঙ্গলবার বৈঠক শেষে শলৎস সামাজিক মাধ্যম এক্সে বলেন, ‘চীনের কথার দাম আছে রাশিয়ায়। তাই আমি প্রেসিডেন্ট শিকে বলেছি রাশিয়ার ওপর প্রভাব খাটাতে, যাতে পুতিন শেষ অবধি এই মারাত্মক যুদ্ধ বন্ধ করেন।’ তিনি আরো বলেন, শি সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলনকে সমর্থন করতে সম্মত হন। চীনে শলৎসের তিন দিনের সফরের একেবারে শেষে এই বিবৃতি দেয়া হলো। এই সফরের সময়ে তিনি শি এবং অন্য নেতাদের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করেন।