Naya Diganta
সংযুক্ত আরব আমিরাতের রেড অ্যালার্ট জারি

নাগরিকদের বাড়িতে থাকার আহ্বান আমিরাতের

সংযুক্ত আরব আমিরাতের রেড অ্যালার্ট জারি

সংযুক্ত আরব আমিরাতে গত ৭৫ বছরের মধ্যে এবার সর্বোচ্চ মাত্রার বৃষ্টিপাত হয়েছে। এতে দেশটির নানা শহরে বন্যার সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি।

জিও নিউজের খবরে বলা হয়েছে, প্রবল বর্ষণ ও আবহামওয়ার ক্রমাগত অবনতির কারণে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আমিরাতের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি। গত আট ঘণ্টা ধরে বৃষ্টি বন্ধ থাকলেও সরকার মানুষকে ঘরে থাকার জন্য নির্দেশনা জারি করেছে।

দুবাইয়ের নেতৃত্ব সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সাথে বৈঠকের সময় বৃষ্টির জরুরি অবস্থার মধ্যে শহরে তাত্ক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দুবাইয়ে মাত্র একদিনে দুই বছরের রেকর্ড বৃষ্টি হয়েছে।

উপসাগরীয় দেশটির স্যানিটারি কর্মীরা রাস্তা থেকে বৃষ্টির পানি নিষ্কাশনে ব্যস্ত। আবুধাবি ও শারজাসহ অন্যান্য রাজ্যে রাস্তার ওপর জমে থাকা পানি অপসারণের চেষ্টা চলছে।

রাস আল খাইমায় বন্যার পানিতে একজন আমিরাতি নাগরিকের ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র : জিও নিউজ