Naya Diganta

চলে গেলেন ১৯৭৪ বিশ্বকাপজয়ী হোলৎসেনবাইন

একে একে চলে যাচ্ছেন জার্মানির ১৯৭৪ সালের বিশ্বকাপ জয়ী সদস্যরা। সবার আগে মারা যান হেইঞ্জ ফ্লোহে (২০১৩)। তার পর গার্ড মুলার (২০২১), ইয়ুর্গেন গ্রাবোস্কি (২০২২), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (২০২৪) এবং পরশু দুনিয়া ছেড়ে চলে যান বার্নড হোলৎসেনবাইন। হোলৎসেনবাইনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার দীর্ঘ দিনের ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। ’৭৪ বিশ্বকাপজয়ী জার্মানির সেই দলটির কোচ হেলমুট শোন মারা গেছেন ১৯৯৬ সালে। হোলৎসেনবাইন আইনট্রাখটের বুন্দেসলিগা ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। ক্লাবটির ইতিহাসে সব প্রতিযোগিতা মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।