Naya Diganta
আল কুরআনের বাণী

দাস মুক্তি

আল কুরআনের বাণী

নিঃসন্দেহে আমরা মানুষকে সৃষ্টি করেছি কষ্ট-ক্লেশের মধ্যে। সে কি মনে করে যে, কখনো তার ওপর কেউ ক্ষমতাবান হবে না? সে বলে, আমি প্রচুর অর্থ নিঃশেষ করেছি। সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি? আমরা কি তার জন্য সৃষ্টি করিনি দুচোখ? আর জিহ্বা ও দুই ঠোঁট? আর আমরা তাকে দেখিয়েছি দু’টি পথ। তবে সে তো বন্ধুর গিরিপথে প্রবেশ করেনি। আর কিসে আপনাকে জানাবে, বন্ধুর গিরিপথ কী? এটি হচ্ছে- দাসমুক্তি।
-সূরা আল-বালাদ, আয়াত : ৪-১৩