Naya Diganta

সিলেটে বিদ্যুৎ কেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকৌশলী জানান, সকাল সোয়া ৯টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে আগুন নেভাতে চেষ্টা করছে।

সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম থেকে মামুন জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আছে। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই।