Naya Diganta

মির্জাগঞ্জে ঘোড়ার দৌড়ে বেল্লাল চ্যাম্পিয়ন

মির্জাগঞ্জে ঘোড়ার দৌড়ে বেল্লাল চ্যাম্পিয়ন

পটুয়াখালী মির্জাগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতায় মোঃ বেল্লালের ঘোড়া চ্যাম্পিয়ন হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে ও স্থানীয় আওয়ামী যুবলীগের আয়োজনে বিকেলে ময়দা গ্রামে এবং কাকড়াবুনিয়া ইউনিয়নের কিসমতপুর এলাকায় শনিবার বিকেলে এই ঘোড়-দৌড় দেখতে ওই এলাকায় হাজারো মানুষের ঢল নামে। উপজেলার বিভিন্ন এলাকায় সকাল থেকেই চলে মাইকিং। ফলে দর্শনার্থী সংখ্যা বেড়ে যায়।

বিভিন্ন এলাকা থেকে ২০টি প্রতিযোগী ঘোড়া নিয়ে অংশ নেয়। উপস্থিত মানুষের বিনোদনের জন্য প্রতিযোগীরাও তাদের ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে মানুষকে আনন্দ দেয়ার চেষ্টা করেন।

আয়োজক কমিটি জানান, ঘোড়-দৌড় পরিচিতি ও গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

কাকড়াবুনিয়া এলাকায় ঘোড়ার দৌড় প্রতিযোগীতায় বিজয়ী সুবিদখালী কলেজ রোড এলাকার মোঃ বেল্লাল বলেন, এখানে ২০টি ঘোড়ার দৌড় হয়েছে। আমার ঘোড়া প্রথম হয়েছে। কাল পহেলা বৈশাখেও আমার ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেবে। আমার ঘোড়া প্রথম হবে আশা করছি।

প্রতিযোগীতা শেষে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। এসয়মে আরো উপস্থিত ছিলেন আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান এটিএম মোঃ মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জলিল ব্যাপারী, ইউপি সদস্য মোঃ ওয়ারেচ আলী খান।