Naya Diganta

সিকিমের ১৭ হাজার ফুট উচ্চতায় ক্ষেপণাস্ত্রের মহড়া ভারতের

সিকিমের ১৭ হাজার ফুট উচ্চতায় ক্ষেপণাস্ত্রের মহড়া ভারতের

ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তিকোর সিকিমের ১৭ হাজার ফুট উচ্চতায় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষাসহ প্রশিক্ষণ মহড়া করেছে।

গৌহাটিতে প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, সমগ্র পূর্বাঞ্চলীয় কমান্ডের মেকানাইজড ও ইনফ্যান্ট্রি ইউনিটের মিসাইল ফ্যায়ারিং ডিটাচমেন্ট এখানে অংশ নিয়েছিল। যুদ্ধের পরিস্থিতিতে সচল ও স্হির লক্ষ্যবস্তুতে বিভিন্ন অবস্হান থেকে গোলাগুলি ছোঁড়ার প্রশিক্ষণ দেয়া হয় এই মহড়ায়।

এতটা উচ্চতায় অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ব্যবস্থার মহড়া, একটি ট্যাঙ্কের জন্য একটি ক্ষেপণাস্ত্রের লক্ষ্য পূরণ করার পাশাপাশি এই ব্যবস্হার কার্যকারিতা ও নিখুঁত নিশানায় আঘাত হানার ক্ষমতাও তুলে ধরেছে।

সূত্র : আজকাল