Naya Diganta

ঈদের আগে মধ্য রাতেও দীর্ঘ লাইন নরসুন্দরের দোকানে

ঈদের আগে মধ্য রাতেও দীর্ঘ লাইন নরসুন্দরের দোকানে

ঈদের কেনাকাটা শেষ। রাত পোহালেই ঈদ। এবার নিজেকে একটু ফ্রেশ করার পালা। তাইতো শেষ মুহূর্তেও (চাঁদ রাতে) ভিড় লেগে আছে ইন্দুরকানীর নরসুন্দদের দোকানে। দীর্ঘ লাইনে অপেক্ষা করে কেউবা চুল, দাড়ি কাটা আবার কেউ বা ফেসিয়াল করছে।

প্রতিটি নরসুন্দরের দোকান ছাড়াও বাইরে দাঁড়িয়ে লোকদের অপেক্ষা করতে দেখা গেছে। গত ৩-৪ দিন ধরে এভাবে ভিড় থাকলেও বুধবার রাত ১২টার পরও একটানা ভিড় লেগে থাকতে দেখা গেছে। আর এই সুযোগে নরসুন্দররা তাদের কাজের মূল্যের প্রায় সমপরিমাণ বখশিসও নিচ্ছেন। অবশ্য আরো এক সপ্তাহ আগে থেকেই এই বখশিস নিচ্ছেন বলে জানা গেছে।

আরিফ নামে এক কাস্টমার বলেন, ‘কাল ঈদ তাই একটু বেশি রাত হলেও নিজেকে ফ্রেশ করে নিচ্ছি।’

ইন্দুরকানী বাজারের নরসুন্দর আব্দুর রহমান (নও মুসলিম, পূর্ব নাম অমিত) জানান, ‘ঈদ উপলক্ষে গত কয়েক দিন ধরে কাজের চাপ একটু বেশি। ভালো কাজ করলে কাস্টমাররা খুশি হয়েই বখশিস দেয়।’