Naya Diganta

দিনাজপুরে সীমান্তে সোয়া কোটি টাকার সাপের বিষ জব্দ

দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টার সময় এক কেজি পরিমাণ সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

তবে বুধবার (১০ এপ্রিল) মধ্যরাতে বিজিবির এ অভিযানে জড়িত কাউকে আটক করা যায়নি।

জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া জানান, ঘাসুড়িয়া সীমান্ত এলাকা দিয়ে রাতে ভারতে সাপের বিষ পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের সমন্বয়ে ঘাসুরিয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো: আসাদুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টহল দলকে ঘাসুড়িয়া সীমান্তে অভিযানে পাঠানো হয়।

বিজিবির দলটি সীমান্তের ২৮৯/১ নম্বর সাব পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওসমান মোড় নামক স্থানে অভিযান চালায়। পরে সেখান থেকে এক কেজি পরিমাণ সাপের বিষ জব্দ করে।

অধিনায়ক আরো জানান, পাচারের সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। তবে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সূত্র : ইউএনবি