Naya Diganta

‘শান্তিতে ঘুমাও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট’

‘শান্তিতে ঘুমাও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট’- সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক রহস্যময় পোস্ট করেছেন দেশটির সাবেক খেলোয়াড় ও অধিনায়ক মোহাম্মদ হাফিজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য সদ্যই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দল ঘোষণার পরই হাফিজের এমন পোস্ট নজর কেড়েছে সকলের।

পিসিবিকে উদ্দেশ করেই হাফিজের এমন পোস্ট বলে মনে করছেন ক্রিকেট বিশেজ্ঞরা। বিশেজ্ঞদের মতে, অবসর ভাঙিয়ে মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে জাতীয় দলে ফেরানো এবং কখনো পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে না খেলা উসমান খানকে সুযোগ দেয়াতেই এমন পোস্ট দিয়েছেন হাফিজ।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর দলের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ পান হাফিজ। এরপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে টিম ডিরেক্টর ও কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু ওই দুই সফরে দলের বাজে পারফরমেন্সের কারণে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় হাফিজকে।

পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাফিজ জানান, পিসিবি তার সাথে চার বছরের চুক্তি করেছিল।

সূত্র : বাসস