Naya Diganta

এবার ইউসিবির সাথে ন্যাশনাল ব্যাংককে একীভূত করার উদ্যোগ

এবার বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাথে সংকটে থাকা ন্যাশনাল ব্যাংককে একীভূত করার উদ্যোগ নেয়া হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) ইউসিবি কর্তৃপক্ষকে ডেকে এ বিষয়ে উদ্যোগ নেয়ার কথা বলেছে বাংলাদেশ ব্যাংক। ইউসিবির পর্ষদের একজন সদস্য ও ব্যবস্থাপনা পরিচালকের সাথে বৈঠক করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে এ সময় ন্যাশনাল ব্যাংকের কেউ উপস্থিত ছিলেন না বলে বৈঠক সূত্রে জানা গেছে।

একীভূত হওয়া নিয়ে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ দ্বিধাবিভক্ত হলেও সরকার চাচ্ছে এটিকে একীভূত করতে। এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি।

এ নিয়ে গত এক মাসে সরকারি-বেসরকারি মিলিয়ে ১০টি ব্যাংকের একীভূত করার সিদ্ধান্ত হয়েছে।