Naya Diganta

হাদিসের কথা

মায়ের সাথে সদাচার
ইবনে আব্বাস রা: থেকে বর্ণিত- এক ব্যক্তি তার কাছে উপস্থিত হয়ে বলল, আমি এক মহিলাকে বিয়ের প্রস্তাব দিলাম। সে আমাকে বিয়ে করতে অস্বীকার করল। অপর এক ব্যক্তি তাকে বিয়ের প্রস্তাব দিলে সে তাকে বিয়ে করতে পছন্দ করল। এতে আমার আত্মমর্যাদাবোধে আঘাত লাগলে আমি তাকে হত্যা করি। আমার কি তওবার কোনো সুযোগ আছে? তিনি বলেন, তোমার মা কি জীবিত আছেন? সে বলল, না। তিনি বলেন, তুমি মহামহিম আল্লাহর কাছে তওবা করো এবং যথাসাধ্য তার নৈকট্য লাভে যতœবান হও। আতা রহ: বলেন, আমি ইবনে আব্বাস রা:-এর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তার মা জীবিত আছে কি না তা আপনি কেন জিজ্ঞেস করলেন? তিনি বলেন, আল্লাহর নৈকট্য লাভের জন্য মায়ের সাথে সদাচারের চেয়ে উত্তম কোনো কাজ আমার জানা নেই।
-(আল আদাবুল মুফরাদ-৪, বাযযার)