Naya Diganta

কাউখালীতে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বাড়ি-ঘর

কাউখালীতে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বাড়ি-ঘর

কাউখালীতে রোববার ৭ এপ্রিল সকালে হঠাৎ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বাড়ি-ঘর। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। গাছপালা পড়ে বিভিন্ন এলাকার সাথে সড়ক যোগাযোগও রয়েছে বন্ধ। উপজেলার শিয়ালকাঠি ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা ভেঙ্গে ঘরের উপরে পড়ে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক তারের ও খাম্বার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা গাছ কেটে সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু করার চেষ্টা করছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন, এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য নির্দেশ প্রদান করেন।

কাউখালী বিদ্যুৎ বিভাগের ইনচার্জ শহিদুল ইসলাম জানান’ এই ঝড়ে প্রায় ১০ লাখ টাকার বিদ্যুৎ বিভাগের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেন।