Naya Diganta

সাংবাদিক আফিফুজ্জামানকে পুলিশের তলবের ঘটনায় ডিইউজের নিন্দা

কাজী মুহা: আফিফুজ্জামান

দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক কাজী মুহা: আফিফুজ্জামানকে (কাজী সোহাগ) সংবাদ প্রকাশের জেরে তলবের ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শুক্রবার (৫ এপ্রিল) ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: নাজিম উদ্দিন আল আজাদ কর্তৃক কাজী সোহাগকে হাজির হওয়ার নোটিশ দেয়ার ঘটনায় এ নিন্দা জানান।

তারা বলেন, কাজী সোহাগকে সংবাদ প্রকাশের জেরে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি। এ ধরনের নোটিশ অত্যন্ত দুঃখজনক এবং মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পরিপন্থী।

নেতৃবৃন্দ বলেন, প্রতিবেদন প্রকাশের জেরে পুলিশ প্রশাসন কোনো সাংবাদিককে এভাবে তলব করতে পারে না। তারা কর্তৃপক্ষ বা আদালত নন। এটি অগ্রহণযোগ্য। সংশ্লিষ্টদের এ নোটিশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান নেতারা।