Naya Diganta
জাকির আজাদ

দিকভ্রষ্ট জাতক

জাকির আজাদ

তোমাকে দিতে চেয়েছিলাম হৃদয়ে যোগ্য আসন,
চাইনি করতে রৌদ্র প্রখরের মতো দুর্বার শাসন
দিতে চাইনি জীবনধারার গতি নিয়ে দীর্ঘ ভাষণ
হতে চাইনি রাতারাতি যেন মরমী কবি হাসন।

কাছে আনার সব প্রচেষ্টার সাপেক্ষে করে আপন,
চেয়েছিলেন রং মাধুরীতে মিলেমিশে জীবন যাপন
দেহে প্রাণে অহোরাত্রি থাকবে উল্লাসের কাঁপন
কিন্তু সেই আশাতে পরিয়ে দিলে ব্যর্থতার কাফন।

চমৎকার ভঙ্গিতে অস্বীকার করলে হৃদ্যতার বাঁধন,
বিস্মরণের বহুতা জুড়লে নিয়ে যুগ্ম হওয়ার দাদন
কাঁচের মতো ঝনাৎ করে ভাঙলে রাতদিনের সাধন
এখন আমার পৃথিবী দেখার মাধ্যমে শুধু কাঁদন।

প্রহরে প্রহরে আমাকে দৌড়ে বেড়ায় বিরহ ঘাতক,
স্তূপাকারে মনন মেধায় জমতে থাকে অজস্র পাতক
বুক বিদীর্ণ করে ডানা ঝাপটায় দুঃখ কষ্টের চাতক
এই বাঁচি এই মরি যন্ত্রণায় ক্লিষ্ট দুর্লভ এক জাতক।