Naya Diganta

তাহসান সাথে গায়িকা ফারিণের অভিষেক

অভিনয়ে জনপ্রিয়তা পেলেও তাসনিয়া ফারিণ গানটাও ভালো করেন। ছোটবেলা থেকেই গান করতেন। তৃতীয় শ্রেণী থেকে কলেজে পড়া পর্যন্ত নজরুলসঙ্গীত শিখেছেন। ইচ্ছা ছিল সঙ্গীতশিল্পী হওয়ার। পরবর্তী সময়ে অভিনয়ে পরিচিতি পাওয়ার কারণে গানে বেশি মনোযোগী হতে পারেননি। তবে কোনো একদিন গান করবেন, ভাবনায় ছিল তার। সেই ইচ্ছা পূরণ হলো এবার। ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে গায়িকা হিসেবে অভিষেক হচ্ছে ফারিণের।
ফারিণের গাওয়া গানের শিরোনাম ‘রঙে রঙে রঙিন হবো’। তার সাথে দ্বৈতকণ্ঠ দিয়েছেন তাহসান রহমান খান। ২ মার্চ মিরপুর ইনডোর স্টেডিয়ামে গানটির চিত্রধারণ করা হয়। কবির বকুলের লেখা গানটির সুর ও সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল।
ফারিণ বলেন, ‘প্রথম গান করলাম। তা-ও আবার তাহসান ভাইয়ের সাথে। প্রথম গানটিই আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ভিন্ন ধরনের গান হয়েছে এটি। উৎসবের গান। ফিল-গুড টাইপ। আমার বিশ্বাস, সব শ্রেণীর শ্রোতা-দর্শকের কাছে ভালো লাগবে গানটি।’
তাহসান বলেন, ‘এ ধরনের গান আগে করিনি। উৎসবের আমেজ নিয়ে, আনন্দময় একটি গান হয়েছে। রেকর্ডিংয়ের সময় আমার স্কেলেই ধরেছিলাম। কিন্তু ফারিণের জন্য একটু কষ্ট হচ্ছিল। পরে একটু নিচু স্কেলে গানটি করেছি। ফারিণ যে এত ভালো গাইবে, বুঝিনি। আমার বিশ্বাস, ঈদে গানটি নিয়ে বেশ আলোচনা হবে।’